এক নজরে লক্ষ্মীপুর সড়ক বিভাগ
লক্ষ্মীপুর সড়ক বিভাগটি ১৯৯৩ সালে সৃষ্টি হয়। ইতিপুর্বে এটি নোয়াখালী সড়ক বিভাগের অধীন একটি উপবিভাগ ছিল । লক্ষ্মীপুর সড়ক বিভাগ অফিসটি জেলা প্রশাসকের কার্যালয় হতে ২ কি.মি দক্ষিণে লক্ষ্মীপুর - রামগতি সড়কের পূর্বে লাহারকান্দি নামক স্থানে অবস্থিত। এই সড়ক বিভাগের অধীন ২টি উপ-বিভাগ আছে। উপ-বিভাগ ২টি হচ্ছে, লক্ষ্মীপুর সড়ক উপ-বিভাগ এবং রামগঞ্জ সড়ক উপ-বিভাগ। লক্ষ্মীপুর সদর, কমল নগর এবং রামগতি উপজেলার সড়ক সমূহ লক্ষ্মীপুর সড়ক উপ-বিভাগের আওতাধীন এবং রায়পুর ও রামগঞ্জ উপজেলার সড়ক সমূহ রামগঞ্জ সড়ক উপ-বিভাগের আওতাধীন । এই সড়ক বিভাগের অধীনে ২২টি সড়কে মোট ২৬২ কিলোমিটার সড়ক ও মহাসড়ক বিদ্যমান। যার মধ্যে জাতীয় মহাসড়ক ১০.৫০ কিঃ মিঃ, আঞ্চলিক মহাসড়ক ৬১.০০ কিঃ মিঃ এবং জেলা সড়ক ২৩৩.৫০ কিঃ মিঃ। সড়ক, সেতু, কালভার্ট নির্মান ও রক্ষনাবেক্ষন এবং সড়ক নেটওয়ার্ক অক্ষুন্ন রাখা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এই সড়ক বিভাগের মূল কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস