Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লক্ষ্মীপুর সড়ক বিভাগ

এক নজরে লক্ষ্মীপুর সড়ক বিভাগ

লক্ষ্মীপুর সড়ক বিভাগটি ১৯৯৩ সালে সৃষ্টি হয়। ইতিপুর্বে এটি নোয়াখালী সড়ক বিভাগের অধীন একটি উপবিভাগ ছিল । লক্ষ্মীপুর সড়ক বিভাগ অফিসটি জেলা প্রশাসকের কার্যালয় হতে ২ কি.মি দক্ষিণে লক্ষ্মীপুর - রামগতি সড়কের পূর্বে লাহারকান্দি নামক স্থানে অবস্থিত। এই সড়ক বিভাগের অধীন ২টি উপ-বিভাগ আছে। উপ-বিভাগ ২টি হচ্ছে, লক্ষ্মীপুর সড়ক উপ-বিভাগ এবং রামগঞ্জ সড়ক উপ-বিভাগ। লক্ষ্মীপুর সদর, কমল নগর এবং রামগতি উপজেলার সড়ক সমূহ লক্ষ্মীপুর সড়ক উপ-বিভাগের আওতাধীন এবং রায়পুর ও রামগঞ্জ উপজেলার সড়ক সমূহ রামগঞ্জ সড়ক উপ-বিভাগের আওতাধীন ।  এই সড়ক বিভাগের অধীনে ২২টি সড়কে মোট ২৬২ কিলোমিটার সড়ক ও মহাসড়ক বিদ্যমান। যার মধ্যে জাতীয় মহাসড়ক ১০.৫০ কিঃ মিঃ, আঞ্চলিক মহাসড়ক ৬১.০০ কিঃ মিঃ এবং জেলা সড়ক ২৩৩.৫০ কিঃ মিঃ। সড়ক, সেতু, কালভার্ট নির্মান ও রক্ষনাবেক্ষন এবং সড়ক নেটওয়ার্ক অক্ষুন্ন রাখা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এই সড়ক বিভাগের মূল কাজ।